মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দক্ষিন দিনাজপুরে খোলা হলো পাবলিক গ্রীভেন্স সেল
১৮ই জুলাই, বালুরঘাটঃ বৃহস্পতিবার থেকে দক্ষিন দিনাজপুর জেলা শাসকের ভবনে খোলা হলো পাবলিক গ্রীভেন্স সেল। যেখানে জেলার মানুষ যেকোন সরকারী দপ্তরের বিরুদ্ধে যেকোন আর্থিক দুর্নীতি কিম্বা অসহযোগিতার অভিযোগ জানাতে পারে। জেলা শাসকের ভবনের নিচ তলায় রাখা একটি অভিযোগ বাক্সে যে কেউ তার অভিযোগ জমা দিতে পারেন। প্রয়োজনে অভিযোগকারি তার পরিচয় গোপন করতে পারেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী কাটমানি নিয়ে সরব হবার পরেই ঘোষনা করেছিলেন প্রতিটি জেলায় জেলা শাসক প্রতি মাসের একবার করে সাধারন মানুষের দায়ের করা অভিযোগের তদন্ত করবেন। এবং প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন। সেই মর্মেই এইদিন দক্ষিন দিনাজপুর জেলার শাসক অফিসে চালু হলো এই পাবলিক গ্রীভেন্স সেল। এইদিন জেলা শাসক নিখিল নির্মল আমাদের জানান তার দপ্তরের নিচে তলায় এই পরিষেবা চালু হলো। যেকোন মানুষ তার বিরুদ্ধে সরকারী কোন দপ্তরে কোন ব্যক্তি তাকে প্রতারিত কিম্বা আর্থিক দুর্নীতি বা অসহযোগিতার যেকোন অভিযোগ জানাতে পারবেন, তিনি নিজে সেই সব অভিযোগকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন।