বিপ্লবকে সরিয়ে আইসিডিএসের নিয়োগ কমিটিতে চেয়ারম্যান অর্পিতা, ভাইস চেয়ারম্যান বাচ্চু
১৮ই জুলাই, বালুরঘাটঃ বিপ্লব মিত্রকে সরিয়ে এবার আইসিডিএসের নিয়োগ কমিটিতে চেয়ারম্যান হলেন তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ। কমিটির ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা। বৃহস্পতিবার এই মর্মে রাজ্য নারী ও শিশু কল্যান, সমাজ উন্নয়ন দপ্তর থেকে জারি করা নির্দেশিকা পাঠানো হয়েছে দক্ষিন দিনাজপুর জেলা শাসকের কাছে। সম্প্রতি বালুরঘাট পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে মহকুমা শাসকের পাশাপাশি অর্পিতা ঘোষ ও শঙ্কর চক্রবর্তীকে বসানোর পরেই আইসিডিএসের নিয়োগ কমিটির চেয়ারম্যান করে আরো ক্ষমতা বাড়ানো হলো অর্পিতা ঘোষের।
যদিও এর আগে জেলায় আইসিডিএসের নিয়োগ কমিটির চেয়ারম্যানের দ্বায়িত্বে ছিলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র, তিনি বিজেপিতে যোগদানের পর প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ ও পরে এইদিন আইসিডিএসের নিয়োগ কমিটির চেয়ারম্যানের দ্বায়িত্ব দেওয়া হলো অর্পিতা ঘোষকে। এইদিন দক্ষিন দিনাজপুরের পাশাপাশি হুগলি, কোচবিহার, এবং মুর্শিদাবাদ জেলার আই সি ডি এস সিলেকশন ও মনিটরিং কমিটির চেয়ারম্যান পরিবর্তন করা হলো। বিধানসভা নির্বাচনের আগে জেলায় সংগঠনকে মজবুত করতে এই রদলবদল বলে মনে করছেন শাসক শিবিরের একাংশ। তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন, তিনি কলকাতায় রয়েছেন। এমন একটি দায়িত্বে তাকে বসানো হয়েছে তাতে তিনি খুসি। দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করবেন।