ফেডারেশনের সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের কর্মচারীদের জেলা শাসকের কাছে ডেপুটেশন বালুরঘাটে
১৮ই জুলাই, বালুরঘাটঃ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কর্মচারী ফেডারেশনের অন্তর্গত দক্ষিন দিনাজপুর জেলা ইউনিটের পক্ষ থেকে ৩ বছরে অন্তর ৫ শতাংশ বেতন বৃদ্ধি সহ ৫ দফা দাবিতে দক্ষিন দিনাজপুর জেলা প্রকল্প আধিকারিক ও অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় এইদিন। পাশাপাশি এইদিন দাবী করা হয় সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের কর্মচারীদের বেতন কাঠামোকেও ৬ঠ বেতন কমিশনের আওতায় নিয়ে আসা। এইদিন বেলা বেলা চারটায় অতিরিক্ত জেলা শাসক কৃ্ত্তিবাস নায়েকের কাছে এই দাবী তুলে দেন সংগঠনের জেলা কনভেনার মনোজিৎ দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ডেপুটেশন পত্র দেবার পরে মনোজিৎ বাবু আমাদের জানান তাদের দাবী মেনে আগেই সরকার অবশিষ্ট কর্মীদের ৬০ বছর চাকরী নিশ্চয়তা দিয়েছে, ৪০ শতাংশ বেতন বৃ্দ্ধি করা সহ একাধিক দাবীকে মান্যতা দিয়েছে। তিনি আশা করেন এই সরকার তাদের বাকি দাবী গুলো কেউ নিশ্চয় কর্মচারী স্বার্থে গ্রহন করবে। তিনি বলেন সরকারি নির্দেশাবলীতে উল্লেখ আছে প্রতি তিন বছর অন্তর ৫ শতাংশ হার বেতর বৃ্দ্ধি করার বিষয়, তা সরকারকে বাস্তবায়নের দাবী করা হয় এইদিন। সেই সঙ্গে কর্মচারীদের বেতন কাঠামোকে ষষ্ঠ বেতন কমিশনের অধিন যুক্ত করার দাবী করা হয়েছে এইদিন।