বালুরঘাট পৌরসভায় বসানো হলো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, বোর্ডে এলো শঙ্কর ও অর্পিতা
১৬ই জুলাই, বালুরঘাটঃ গত বছর অক্টোবর মাসের ২৪ তারিখে বালুরঘাট পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হবার পর বালুরঘাট পৌরসভার দায়িত্বভার অর্পন হয় বালুরঘাট সদর মহকুমা শাসকের উপর। এরপর নয় মাস কেটে গেলেও পৌরসভার নির্বাচন না হওয়ায় রাজ্য নগর উন্নয়ন দপ্তর বালুরঘাট পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলো মঙ্গলবার। যেখানে দায়িত্ব দেওয়া হল বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্ত্তী ও বালুরঘাট সদর মহকুমা শাসককে। তিন জনের এই বোর্ড গঠন হলেও বোর্ডের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব দেওয়া হল বালুরঘাট সদর মহকুমা শাসককে।
এদিন এই মর্মে একটি চিঠি জেলা শাসকের কাছে আসে রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে। যতদিন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত বালুরঘাট পৌরসভার কাজকর্ম পরিচালিত হবে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে। এদিনের এই নির্দেশ নামা আসার পরেই বালুরঘাট পৌরসভা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কর্ম শুরু করবার প্রক্রিয়া শুরু করে বালুরঘাট পৌরসভা। সম্ভবত চলতি সপ্তাহে এই বোর্ড দায়িত্বভার গ্রহন করবে।