রায়গঞ্জের ৪ বছরের খুদে গায়কের গানে মুগ্ধ নেট দুনিয়া
১৪ই জুলাই, রায়গঞ্জঃ বয়স তার খুব বেশি হলে ৪ হবে, এর বেশি তো একেবারেই নয়। নাম অলি কুন্ডু। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তুলসি পাড়ার বাসিন্দা সোভন কুন্ডুর মেয়ে। বলা যায় সার্থক সেইনাম।ভ্রমরের মতোই গুন গুন করে ইতিমধ্যে ইসবার মন জয় করে ফেলেছে সে। একটি ভিডিওতে সেই অলির দেখা মিলল মিষ্টি ভঙ্গিতে। রেকর্ডিং স্টুডিও তুলনায় বড়ো এক হেডফোন কানে লাগিয়ে গান গাইছে অলি। তাও আবার যে সে গান নয়। অরিজিৎসিং-এর গাওয়া বেশ কঠিন নোটের একটি জনপ্রিয় গান। সম্প্রতি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
যা ২ কোটির উপরে ভিউয়ার্স পেড়িয়েছে।যেখানে শুরুতেই দেখা যাচ্ছে কারও পরোয়া না করেই স্টুডিওময় কার্যতলা ফিয়ে বেড়াচ্ছে এই খুদে শিল্পী।এরপরই কেউ এক রকম জোর ধমক দিয়েই দাঁড় করালেন অলিকে। আর তারপরই শুরু হল অলির ম্যাজিক।গেয়ে ফেলল জলের মতো মুখস্থ সাংহাই ছবির সেই বিখ্যাত স্যাডসং “দুয়া”। এই গান অরিজিৎ সিং শুনেও যে তাঁকে ১০০-তে ১০০-ই দেবেন তা বলার অপেক্ষা রাখেনা।