মালদায় নর্দমায় মশার লার্ভা মারতে ছাড়া হলো গাপ্পি মাছ
১৪ই জুলাই, মালদাঃ পুরাতন মালদা ব্লক প্রশাসনের উদ্যোগে মশার লার্ভা মারতে নর্দমায় ছাড়া হলো গাপ্পি মাছের পোনা।রবিবার সকাল ১১টা নাগাদ, পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় বিডিও অফিস চত্বরে নর্দমায় ছাড়া হয় গাপ্পি মাছের পোনা গুলি।পুরাতন মালদার বিডিও জয়ন্তি খাটুয়া জানিয়েছেন, জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি পুরাতন মালদা ব্লক মশার লার্ভা মারতে গাপ্পি মাছ ছাড়া হয়েছে।
রবিবার পুরাতন মালদা ব্লকের প্রতিটি পঞ্চায়েতে ৪ হাজার গাপ্পি মাছের পোনা বিতরণ করা হয়।তিনি বলেন, ডেঙ্গি মোকাবিলায় এই গাপ্পি মাছ গুলি নর্দমায় ছাড়া হয়।বর্ষার মরসুমে মশারা নর্দমায় ডিম পাড়ে এবং সেখান থেকেই মশার লার্ভা তৈরি হয়। সেই লার্ভা গুলোকে মারতেই ব্লক প্রশাসনের উদ্যোগে গাপ্পি মাছ ছাড়া হয়। তিনি আরো বলেন, এই সময় মশা বাহিত বিভিন্ন রোগের আক্রমণ বারে।সেই কারণে পতঙ্গ বাহিত রোগের প্রতিরোধ করতে ব্লক প্রশাসনের উদ্যোগে সমস্ত পঞ্চায়েত এলাকায় গাপ্পি মাছের পোনা ছাড়া হয়।