বঙ্গীয় ভূগোল মঞ্চের ব্যবস্থাপনায় আয়োজিত কৃতী ছাত্রদের পুরস্কার বিতরণ
১৪ই জুলাই, বালুরঘাটঃ বঙ্গীয় ভূগোল মঞ্চের ব্যবস্থাপনায় আয়োজিত পরিক্ষায় সেরা বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রথম স্থান অধিকার করে।তিন মাস আগে সমগ্র রাজ্য জুড়ে একসাথে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও ভূগোলমঞ্চের ব্যবস্থাপনায় মেধা অন্বেষণ মূল্যায়ণ অনুষ্ঠিত হয়।যে পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানাধিকারী হিসেবে নির্বাচিত হয়েছে আরাত্রিকা। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ হলে পুরষ্কার তুলে দেওয়া হয় ছাত্রীর হাতে।বালুরঘাটের চকভবানী মাতৃসদনের পাশে আরাত্রিকাদের বাড়ি। পড়াশুনা ছাড়াও সে অঙ্কন ও সঙ্গীতে পারদর্শী।এহেন সাফল্যে পাড়া প্রতিবেশী সহ সমগ্র বালুরঘাটবাসী অত্যন্ত আনন্দিত।
আরাত্রিকার বাবা সুনীল মহন্ত রাজ্য সরকারের অধীনস্থ স্বাস্থ্য বিভাগের কর্মচারী। তিনি জানিয়েছেন, আরাত্রিকা প্রথমশ্রেণী থেকেই বরাবরই বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে রয়েছে।সে গৃহশিক্ষক ছাড়াই শুধু বাবা মায়ের কাছেই পড়াশুনা করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।ইতিপূর্বে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সে জেলায় প্রথমস্থান অধিকার করেছিল।
বিদ্যালয়ের এক শিক্ষিকা আমাদের জানিয়েছেন আরাত্রিকা বরাবরই বিদ্যালয়ের একাধিক পরীক্ষায় সন্তোষজনক নম্বর পেয়ে উত্তীর্ণহয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সে আশানুরূপ ফলাফল পায়।আজকের ওর সাফল্যে আমরা বিদ্যালয়ের সকল শিক্ষিকা অত্যন্ত গর্বিত। আগামীতে ওর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।