কালিয়াগঞ্জে সুচেতা কলাকেন্দ্র নামে একটি নতুন সংস্থার উন্মোচন হল
১৪ই জুলাই, কালিয়াগঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর ছোট হলেও সাংস্কৃতিক চর্চার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। এই শহরে বেশ কয়েকটি নাট্যদল রয়েছে যা শুধু এই রাজ্যে নয় আশে পাশের রাজ্য থেকে এমনকি পাশের দেশ বাংলাদেশে গিয়ে সুনাম অর্জন করেছে। এবারে নতুন করে সুচেতা কলাকেন্দ্র নামে একটি নতুন সংস্থার উন্মোচন হল। সুচেতা কলাকেন্দ্র বেশ কয়েক বছর যাবৎ তারা নাচ, গান, নাট্যচর্চা চালিয়ে গেলেও তাদের সরকারি ভাবে রেজিষ্ট্রেশন ছিলনা।
সরকারি স্বীকৃতি পাওয়ায় নতুন ভাবনায় কালিয়াগঞ্জ সুচেতা কলাকেন্দ্রের পথচলা শুরু হল। ১৩ ও ১৪ই জুলাই দুইদিন ব্যাপী কালিয়াগঞ্জ সুচেতা কলাকেন্দ্রের নিবেদিত সংগীত নাটক উৎসবের আয়োজন করা হল নজমূ নাট্যনিকেতনে।১৩ই জুলাই সন্ধ্যায় উদ্ধোধনী অনুষ্ঠান এবং সংবর্ধনাজ্ঞাপন হয়।তার সাথে দিনাজপুরের শিল্পীতথা কুশমন্ডী পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাসের লোকসংগীতের সিডি প্রকাশ হয়েছে।