পড়াশোনার পাশাপাশি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ালো বালুরঘাট রামকৃষ্ণ অাশ্রম
১৩ই জুলাই, বালুরঘাটঃ পড়াশোনার পাশাপাশি বালুরঘাট রামকৃষ্ণ আশ্রম প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে একটা নজির সৃষ্টি করলো। শুক্রবার বিকেলে বালুরঘাটের চকভৃগু ময়ামারী এলাকার বাসিন্দা দীপক দেবের হাতে তুলে দিল একটি ট্রাই সাইকেল। দীপক বাবু শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজের পায়ে দাঁড়াতে পারেন না, চলাফেরা করতে এতদিন অন্যের উপর অবলম্বন করে চলতে হতো তাকে। বালুরঘাট রামকৃষ্ণ আশ্রম এর এই ট্রাই সাইকেল এর সহযোগিতায় দীপক বাবু তার দৈনন্দিন কাজকর্ম শুধু নয় নিজের কর্মস্থলে পৌঁছে কাজ করতে পারবেন। তিনি দীর্ঘদিন থেকেই একটি ট্রাইসাইকেল সাহায্য চেয়ে আসছিলেন কিন্তু সেভাবে তাকে কেউ সাহায্য করেনি। তিনি ভারতীয় রেডক্রস সোসাইটিতে আবেদন করেন একটি ট্রাই সাইকেল এর জন্য, রেডক্রস সোসাইটি সে আবেদনপত্র রামকৃষ্ণ আশ্রম এ পাঠিয়ে দিলে রামকৃষ্ণ আশ্রম শুক্রবার তার হাতে এই ট্রাইসাইকেল তুলে দেন।
ট্রাই সাইকেল পেয়ে অত্যন্ত খুশি দীপক বাবু, তিনি বলেন এতদিন পর্যন্ত তিনি শারীরিক প্রতিবন্ধকতার কারণে সেই ভাবে বাইরে চলাফেরা করতে পারেননি। সংসার চালাতে বড়ই কষ্ট হয়েছে তার। এখন এই ট্রাই সাইকেল এর সহযোগিতায় তিনি বাইরের কাজের পাশাপাশি তার পেশাগত কাজ ও করতে পারবেন ফলে তার দৈনন্দিন অর্থ উপার্জনে এই ট্রাই সাইকেল অত্যন্ত উপযোগী হবে। শুক্রবার এই ট্রাই সাইকেল দীপক বাবুর হাতে তুলে দেন আশ্রমের সম্পাদক বিকাশ সাহা মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন বরুণ মজুমদার ও দীপক সরকার মহাশয়। বিকাশ বাবু জানান এই ধরনের সাহায্য করতে পেরে আশ্রম কর্তৃপক্ষ অত্যন্ত খুশি, একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা আশ্রমের একটা প্রধান দায়িত্ব যা এই দিন পালন করলেন বালুরঘাট রামকৃষ্ণ আশ্রম। ভবিষ্যতে তারা আর ওই ধরনের কাজ আরো করবেন বলে জানান আশ্রমের সম্পাদক বিকাশ সাহা।