পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল চিকিৎসাধীন বন্দি
বালুরঘাট, ৪ জুলাইঃ পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল চিকিৎসাধীন বন্দি। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বালুরঘাট সদর হাসপাতালে। পলাতক ওই বন্দির নাম সত্যজিৎ সরকার। বাড়ি বালুরঘাটের হোসেনপুর এলাকায়। যদিও শেষ পর্যন্ত পুলিশ বাড়ি থেকে পলাতক ওই বন্দিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
২০১০ সালে সাজাপ্রাপ্ত সত্যজিৎকে রাখা হয়েছিল বালুরঘাট জেলা সংশোধনাগারে। খাদ্যে বিষক্রিয়া হওয়ায় বুধবার তাকে ভরতি করা হয় বালুরঘাট হাসপাতালে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের শৌচাগারে যায় সত্যজিৎ। সেখানে জানালার কাঁচ ভেঙ্গে সে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে শৌচাগার থেকে বের না হওয়ায় সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় সেখানে নেই বন্দি। চারিদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ না পেয়ে মাথায় হাত পড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশের আধিকারিকরা। অবশেষে হোসেনপুরের বাড়ি থেকেই ওই বন্দিকে গ্রেপ্তার করা হয়। ডিএসপি(সদর) ধীমান মিত্র জানিয়েছেন, হাস পাতাল থেকে পালিয়ে যাওয়া বন্দিকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে।