দক্ষিন দিনাজপুর সভাধিপতি সদস্য পদ খারিজের আবেদন করতে চলেছে তৃণমূল কংগ্রেস
২৮শে জুন, বালুরঘাটঃ বিপ্লব মিত্রের বিজেপিতে দল পরিবর্তন করেন জেলা পরিষদের সভাধিপতি সহ দশ সদস্য ্নিয়ে। আর সেই সঙ্গে দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের দখলের দাবী করে দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি। আর এর পরেই দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ময়দানে নেমে জেলা পরিষদ বোর্ড নিজের দখলে রাখতে চেষ্টা শুরু করেন। আর তার প্রেক্ষিতেই শুক্রবার দক্ষিন দিনাজপুর জেলা পরিষদে সাত সদস্য নিয়ে বৈঠক শুরু করেন। যেখানে জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, প্রাক্তন বিধায়ক সত্যেন রায়, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিগ্গা সহ অন্যান্যরা।
সুত্রের খবর এইদিন জেলা পরিষদে ঠিক হয় তৃণমূল কংগ্রেসের দল নেতা হিসাবে চিহ্নিত হয় প্রবীর রায়। এরপরে ঠিক হয় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় দল পরিবর্তন করায়, তাকে দলত্যাগী চিহ্নিত করে তার সদস্য পদ খারিজের আবেদন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হলো এইদিন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অর্পিতা ঘোষ আমাদের জানান জেলা পরিষদ পরিচালনার জন্য কি কি নিয়ম কানুন রয়েছে তা জানতে এইদিন অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। তিনি জানান জেলা পরিষদের দল নেতা এইদিন ঠিক করতে প্রক্রিয়া শুরু করেন। আগামীতে বাকি প্রক্রিয়া শুরু হবে। জেলা পরিষদের সভাধিপতির সদস্য পদ বাতিলের প্রক্রিয়াও খুব তারাতারি শুরু হবে। তিনি জানান তাদের এইখানে আট সদস্য রয়েছে, যারা বিজেপিতে বিপ্লব মিত্রের সঙ্গে গেছে তাদের মধ্যে থেকেও অনেকে দলে ফিরে আসবার আবেদন করেছেন। যা খুব তারাতারি প্রকাশ্যে আসবে।