টাউন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হলো তৃণমূলের দুই নেতা
২৮শে জুন, বালুরঘাটঃ দল বিরোধী কাজের জন্য বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হলো তৃণমূলের দুই নেতা। শুক্রবার বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ চাকী সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষনা করেন। বহিষ্কৃত দুই নেতা হলেন ২২ নম্বর ওয়ার্ডের পাপন সরকার ও শাশ্বতী দে সরকার। এদিন সুভাষ বাবু তার অফিস থেকে এই ঘোষনা করেন।
তিনি বলেন গত লোকসভা নির্বাচনের আগে থেকে লাগাতার দল বিরোধী কাজ করেছেন এরা দুইজন। তাই তাদের সব কার্যকলাপকে নজরে রেখে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষর নির্দেশ মতো তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দক্ষিন দিনাজপুর জেলায় গত এক সপ্তাহে একের পর এক দল বিরোধি কাজের জন্য বিপ্লব মিত্রের দুই ভাই সহ বিপ্লব গোষ্টির একের পর এক সব নেতাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আর তার মধ্যেই এইদিন বহিষ্কৃত হলো এই দুই নেতা। শাশ্বতী দে সরকার বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সম্পাদক মন্ডলীর সদস্য ছিলো, পাশাপাশি তিনি শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম মুখ ছিলেন, এবং পাপন সরকার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন। এদের দল বিরোধি কাজের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হত হলো বলে জানান বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ চাকী।