জেলা পরিষদের দলনেতা ও শিক্ষা দফতরের কর্মাধ্যক্ষ প্রবীর রায়কে ফোনে হুমকি

বালুরঘাট, ২৭ জুনঃ গত মঙ্গলবার জেলা তৃনমুলের সভাপতি দক্ষিন দিনাজপুর জেলার বর্ষিয়ান নেতা তথা জেলা পরিষদের শিক্ষা দফতরের কর্মাধ্যক্ষ প্রবীর রায়কে জেলা পরিষদের দল নেতা হিসাবে ঘোষনার পর তাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো। এই নিয়ে তিনি বালুরঘাট থানায় জানালেও হুমকি বন্ধ তো হয়নি উল্টে হুমকির মাত্রা আরও বেড়েছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার কথা জানাজানি হতেই চঞ্চাল্য এলাকায়।

 

জেলার এই বর্ষীয়ান নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পাশাপাশি তিনি বালুরঘাট থানার অন্তর্গত পতিরামের জামিনী মজুমদার মেমরিয়াল কলেজের ও সভাপতি।
বিগত লোকসভা ভোটে জেলায় বিজেপির সাফল্যের পর পতিরাম কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ইউনিট খোলা নিয়ে তৃনমুলের একটা ঝামেলা চলছিল বলে কলেজ সুত্রে জানা গেছে। আশংঙ্কা তার পরিপ্রেক্ষিতেই তাকে কলেজের সভাপতি হিসেবে ফোনে পতিরামে এলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে প্রবির বাবু জানিয়েছেন। দিন কয়েক ধরে এই হুমকি তাকে দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এইদিন দুপুরে তিনি যখন তার দপ্তরে বসে কাজ করছিলেন সে সময় তাকে আবারও হুমকি দেওয়া হয় বলে তার অভিযোগ। তিনি নিজে এবং কলেজের অধ্যাপকদের তরফেও এব্যাপারে বালুরঘাট থানায় অভিযোগ জানালেও কোন সুরাহা পাননি বলে তার অভিযোগ।

অপরদিকে গত সোমবার দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সমেত দশ সদস্য নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন জেলা তৃনমুলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র। কিন্তু বিপ্লব মিত্রের অনুগামী বলে জেলায় পরিচিত প্রবীর রায় জেলা পরিষদের অন্য সদস্যদের মত দিল্লিতে গিয়ে দল বদল করতে রাজি হননি বলে সুত্রের খবর। বরং তিনি বিজেপিতে নাম না লেখানোয় তৃণমূল তাকে জেলা পরিষদের দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়ে তার যোগ্য পুরষ্কারে ভূষিত করেছে। তাই এই ফোনের হুমকির সাথে পতিরাম কলেজের এবিভিপির ইউনিট খোলার ঝামেলার পাশাপাশি দলবদল না করার কোন যোগ আছে কিনা জেলা তৃনমুল দল খুঁজে দেখছে বলে দলের একটি সুত্র মারফৎ জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *