হিলিতে কাটমানি কান্ডে গ্রেপ্তার হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ
২৫শে জুন, হিলিঃ ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার নাম করে দুই লক্ষ টাকা কাটমানি নেবার অভিযোগে গ্রেপ্তার হলো হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল বিশ্বাস। ধৃতের বাড়ী হিলি থানার রায়নগর এলাকায়। মঙ্গলবার ধৃতকে হিলি থানার পুলিশ বালুরঘাট আদালতে তুললে ৬ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত।
জানাগেছে গত কিছুদিন আগে হিলি পঞ্চায়েত সমিতির ঠিকাদারি কাজ পাইয়ে দেবার নাম করে জয়ন্ত সরকারের কাছে থেকে দুই লক্ষ টাকা কাটমানি নেই অভিযুক্ত ব্যক্তি সুনীল বিশ্বাস। এরপরে গত মঙ্গলবার জয়ন্ত সরকার সেই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে হিলি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল বিশ্বাস। এরপরে ধৃতকে হিলি থানার পুলিশ ১৪দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তাকে ছয় দিনের পুলিশ রিমান্ড দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারি জয়ন্ত সরকার জানান তিনি হিলি পঞ্চায়েত সমিতির ঠিকাদারি কাজ করতে গেলে তার কাছে ২ লক্ষ টাকা দাবী করে সুনীল বিশ্বাস, এবং সে কাজ পাবার আশায় তাকে ২ লক্ষ টাকা কাটমানি দেয়।
হিলি থানার ওসি তাসি শেরিং শেরপা আমাদের জানান ঘটনার অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।