মাহিনগর কৃষি প্রশিক্ষন কেন্দ্রে পরীক্ষা দিতে না পেরে বিক্ষোভ সার বিক্রেতাদের
২৫শে জুন, বালুরঘাটঃ সার বিক্রয়ের লাইসেন্স পুনঃনবীকরনের জন্য, প্রশিক্ষনকারি ৩৯জন পরীক্ষার্থী এইদিন মাহিনগর কৃষি প্রশিক্ষন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে ২৫ জন পরীক্ষা দিতে না পেরে সার বিক্রেতাদের বিক্ষোভ প্রশিক্ষন কেন্দ্রের গেটে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ডাঙ্গা পঞ্চায়েতের মাহিনগর কৃষি প্রশিক্ষন কেন্দ্রে। প্রায় ঘন্টা খানেকের এই বিক্ষোভে তাল বন্ধ করে দেওয়া হয় প্রশিক্ষন কেন্দ্রের গেট। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে তালা খুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ২৫ জন সার বিক্রেতাদের। এরপরে ২৫ জনকে সাময়িক আটক করে পুলিশ।
এই সারবিক্রেতা অভিযোগ করেন প্রায় ৫২ সপ্তাহ ধরে এই প্রশিক্ষন দিয়ে আসছে তারা, কিন্তু এইদিন পরীক্ষা দিতে এসে তারা দেখতে পারে মাত্র ১৪ জন এই প্রশিক্ষন দিতে পারলেও বাকি ২৫ জন এইদিন পরীক্ষাতে বসতে পারেনি। জানাযায় প্রশিক্ষনে ৮০ শতাংশ উপস্থিতি না থাকায় পরীক্ষার নিয়মে তাদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি। তা জানতে পেরে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা এই সব সার বিক্রেতাদের বিক্ষোভ হয়। কৃ্ষি প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর সুশীল কুমার বিশ্বাস আমাদের জানান দুই দিনাজপুরের ৪০ জন পরীক্ষার্থী ছিলো এইদিন এর পরীক্ষায়, এদের মধ্যে একজন মারা যাওয়ায় ৩৯জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে। কিন্তু ২৫ জন পরীক্ষার্থীর ৮০ শতাংশ উপস্থিতি না থাকায় তাদের এদিন পরীক্ষা দিতে দেওয়া হয়নি। আর এতেই বিক্ষোভে সামিল হয় তারা। দিলীপ চন্দ্র পাল নামে এক সার বিক্রেতা আমাদের জানান তারা বহু দূর থেকে এই পরীক্ষা দিতে এসেছেন, তাদের ব্যাবসা বন্ধ করে তারা প্রশিক্ষন নিয়ে আজকে তাদের পরীক্ষা দিতে না পারাই তারা ব্যাবসায়ীক সমস্যাই পরবেন, তাদের লাইসেন্স পুনঃনবীকরন করতে পারবেন না। এই নীতিতে তাদের পেটে লাথি মারছে সরকার।