বালুরঘাট হাসপাতালের বাথরুমে নেই জল, ঘটনার খবর করতে গেলে দুর ব্যাবহার সুপারের

২৫শে জুন, বালুরঘাটঃ গত তিন দিন থেকে বালুরঘাট হাসপাতালের পুরাতন বিল্ডিং-এর মেডিসিন বিভাগে নেই জল পরিষেবা, বাথরুমের জল বয়ে আনতে হচ্ছে বাইরে থেকে, চরম বিপাকে রূগী ও তার পরিবার। ঘটনার খবর জানিয়ে বিষয় নিয়ে প্রশ্ন করতে গেলে সংবাদ মাধ্যমের সঙ্গে দুরব্যাবহার করে হাসপাতাল সুপার তপন বিশ্বাস, গত কয়েকদিন থেকে হাসপাতালে জল নেই সেই কথা নাকি জানাই নেই হাসপাতাল সুপারের। একপ্রকার চরম অব্যাবস্থার স্বীকার হাসপাতালে ভর্তি রুগী ও তার পরিবার। ইতিমধ্যে তীব্র গরমে বালুরঘাট হাসপাতালের মেডিসিন বিভাগে ক্রমেই বাড়চ্ছে ডাইরিয়ায় আক্রান্ত রুগীর সংখ্যা। সেই পরিস্থিতিতে হাসপাতালের বাথরূমে জলের সমস্যা রুগী ও তার পরিবারকে চরম ভোগান্তিতে ফেলছে। বাইরে থেকে জল এনে বাথরুমে দিতে হচ্ছে বলে অভিযোগ করেন হাসপাতালে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রুগী প্রকাশ গুপ্তা। তিনি বলেন গত প্রায় কয়েকদিন থেকে এই অবস্থা চললেও হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা হয়নি। তিনি আজকে ভর্তি হয়েছে একি অবস্থার স্বীকার তিনিও, অথচ এই পরিস্থিতিতেও হাসপাতাল সুপারের জানাই নেই হাসপাতালের করুন দশার খবর।

 

জেলা স্বাস্থ্য দপ্তর বার বার চেষ্টা করেছে বালুরঘাট হাসপাতালের অবস্থা উন্নতি করে রাজ্য শ্রেষ্ট স্থান গ্রহন করার কিন্তু হাসপাতাল সুপারের চরম ব্যার্থতায় বার বার বালুরঘাট হাসপাতালের নামে কলঙ্কের দাগ লাগছে বারবার। এইদিন এই খবর পেয়ে বিষয়টি জানতে চেয়ে হাসপাতাল সুপার তপন বিশ্বাসকে ফোন করা হলে। উচ্চস্বরে বিষয়টি জানেন না বলে ফোন কেটে দেন। ঘটনায় চরম অব্যাবস্থার অভিযোগ তোলে রূগী ও তার পরিবারের লোকেরা। সুপারের এই সব কারনে সরকার ও হাসপাতালের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে অভিযোগ করেন হাসপাতালে ভর্তি এক রূগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *