দক্ষিন দিনাজপুর জেলার আইএনটিটিইউসির নতুন সভাপতি হলেন মজিরুদ্দিন মন্ডল
২৫শে জুন, বালুরঘাটঃ দীর্ঘদিন প্রায় শূন্য পদে থাকা দক্ষিন দিনাজপুর জেলার আইএনটিটিইউসির নতুন সভাপতি হলেন মজিরুদ্দিন মন্ডল ওরফে ধলু। তিনি আগেও তৃণমূলের এই শ্রমিক সংগঠনের দ্বায়িত্বে ছিলেন। কিন্তু তৎকালীন জেলা সভাপতি বিপ্লব মিত্রের সঙ্গে দূরত্ব বাড়াই তাকে সরিয়ে সেই জাগায় আনা হয় বিপ্লব মন্ডলকে। কিছুদিনের মধ্যেই বিপ্লব মন্ডল বিজেপিতে যোগদানের পর থেকেই শূ্ণ্য ছিলো এই আসন। এবার জেলায় তৃণমূলের নতুন সভাপতি হিসাবে অর্পিতা ঘোষ আসার পর থেকেই একে একে বিপ্লব অনুগামীদের সরিয়ে নতুন মুখ আনা হচ্ছিল, তার মধ্যেই গতকালকে বিপ্লব মিত্র বিজেপিতে যোগদান করার পরেই তার দুই ভাই সহ তার এক ঘনিষ্ঠ নেতাকে বহিস্কারের সঙ্গে সঙ্গে জেলার নতুন সভাপতি করা হলো মজিরুদ্দিন মন্ডল ওরফে ধলুকে।
বিপ্লব মিত্রের বিরোধি গোষ্ঠী হওয়ায় মজিরুদ্দিন মন্ডলকে গত প্রায় কয়েক বছর থেকে দলের কোন পদ শুধু নয়, তাকে তার বাড়ি নন্দনপুর এলাকা থেকেও সরিয়ে রাখা হয়েছিলো। একসময়ের পুরষ্কার প্রাপ্ত নন্দনপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে এইভাবে বছরের পর বছর সরিয়ে রাখার পরে বিপ্লব মিত্র জেলা সভাপতি থেকে সরে যাবার পরেই আবার তাকে পুনরায় দলে তার পুরাতন পদে ফিরেয়ে আনা হয়েছে। এইদিন এই পদ ফিরে পেয়েই তিনি জানান জেলায় নতুন করে তিনি সংগঠন সাজাবেন। বিভিন্ন সেক্টরে শ্রমিক সংগঠকে নতুন করে সাজাবেন শুধু নয়, বিভিন্ন সরকারি বিভাগে শ্রমিক ও কর্মীদের বিভিন্ন সরকারী প্রকল্প গুলোর সুবিধা পাইয়ে দেবেন তিনি। তিনি বলেন ২১ জুলাই-এর আগেই রাজ্য সভাপতি দোলা সেন জেলায় এসে আইএনটিটিইউসির কর্মীসভা অনুষ্ঠিত করবেন।