গঙ্গারামপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে তোরজোড় তৃণমূলের
২৫শে জুন, বালুরঘাটঃ দলবিরোধী কাজ ও তোলাবাজি সহ দুর্নীতির দায়ে দলথেকে আজীবন বহিস্কার সহ গঙ্গারামপুর পৌরসভায় চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনতে তোরজোড় শুরু করলো তৃণমূল কংগ্রেস। গতকালকে বিপ্লব মিত্র সহ তার হাত ধরে বিজেপিতে যোগদান করে জেলা পরিষদের ১০জন সদস্য। এরপরেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বিপ্লব মিত্রের দুই ভাই সহ তার ঘনিষ্ট নেতা রতন ঘোষকে দল থেকে বহিস্কার করে তৃণমূলের দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি অর্পিতা ঘোষ।
এরপরেই গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনতে তোরজোড় শুরু করলো তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে জেলা শাসকের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষ জানান শুধু গঙ্গারামপুর নয় বুনিয়াদপুর পুরসভাতেও তৃণমূল সংখ্যাগরিষ্ট দল হিসাবে থাকবেন। ফলে বিজেপি যে দিবাস্বপ্ন দেখছেন তা বাস্তবে পূরণ হবেনা। ইতিমধ্যে গঙ্গারামপুর পুরসভার ৯ সদস্য নিয়ে বৈঠক করেছেন অর্পিতা ঘোষ। সেইখানেই তাদের সংখ্যা গরিষ্টতা পরিস্কার হয়েছে। এবার চেয়ারম্যানের বিরূদ্ধে অনাস্থা এনে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে অপসারিত করে সম্ববত নতুন চেয়ারম্যান করে পুরসভার নতুন বোর্ড গঠন করবেন তৃণমূল কংগ্রেস।