প্রশান্ত মিত্র, চিরঞ্জিব মিত্র ও বিপ্লব ঘনিষ্ট রতন ঘোষকে তৃণমূল থেকে বহিস্কার

২৫শে জুন, বালুরঘাটঃ গত সোমবার বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই মঙ্গলবার তৃণমূল থেকে আজীবন বহিস্কৃত হলো বিপ্লব মিত্রের দুই ভাই প্রশান্ত মিত্র ও চিরঞ্জিব মিত্র এবং বিপ্লব ঘনিষ্ট রতন ঘোষকে তৃণমূল থেকে বহিস্কার করলো দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ। এইদিন বালুরঘাট সুবর্ণতটে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষনা করেন তিনি। জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, জেলা তৃণমূল নেতা সোনা পাল, সহকারী সভাধিপতি ললিতা টিগ্গা, বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকী সহ অন্যান্যরা।

 

এইদিনের এই সভা থেকে অর্পিতা ঘোষ জানান বিভিন্ন তোলাবাজি, দুর্নীতি সহ দলবিরোধী কার্যকলাপের জন্য তাদের বহিস্কার করা হলো। প্রশান্ত মিত্র বর্তমানে গঙ্গা রামপুর পুরসভার চেয়ারম্যান তাই তাকে বহিস্কারের সঙ্গে তার বিরূদ্ধে অনাস্থা আনতে চলেছে দল। পাশাপাশি অর্পিতা ঘোষ আরো জানান দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সংখ্যা গরিষ্টতা তৃণমূল কংগ্রেসের রয়েছে তাই সভাধিপতি বিজেপিতে যোগদান মানেই এই নয় যে এই বোর্ড বিজেপি পেয়ে গেলো। তাই সভাধিপতি সহ অন্যান্য সদস্য যারা শেষমেশ পর্যন্ত বিজেপিতে থাকবে তাদের বিরুদ্ধে সদস্যপদ খারিরজের প্রস্তাব আনতে চলেছে সদ্য দ্বায়িত্ব পাওয়া জেলা পরিষদের দলনেতা প্রবীর রায়। তিনি আরো বলেন তাদের হাতে বিজেপিতে যোগদানের ছবি প্রমান হিসাবে তারা জেলা প্রশাসনের কাছে পাঠাবেন সেই সব সদস্য যারা বিজেপিতে আছেন সদস্যপদ খারিজের জন্য। তিনি বলেন এখনো দক্ষিন দিনাজপুর জেলা পরিষদে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ দল, যা সময় মতো প্রমান হবে, এইদিন যোগদান করা বেশ কিছু সদস্য দলে ফিরে আসার কথা বলেছে। তাই দক্ষিন দিনাজপুর জেলা পরিষদে তৃণমূল ক্ষমতাই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *