চাকরি ও ঠিকাদারী কাজ পাইয়ে দেবার নামে কাটমানি আদায়ে বিপ্লব মিত্রের নামে স্লোগান
২৫শে জুন, বালুরঘাটঃ সরকারি চাকরি ও ঠিকাদারী কাজ পাইয়ে দেবার নামে কাটমানি আদায়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বিপ্লব মিত্রের নামে উঠলো স্লোগান। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকাল ৫টায় দিল্লীতে জেলা পরিষদের সভাধিপতি সহ ১০ জন সদস্য নিয়ে বিজেপিতে যান দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র। এরপরেই কাটমানি নিয়ে নাম জরালো বিপ্লব বাবুর। প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও এসএসসিতে চাকরি দেবার নামে শুধু নয়, নাম উঠে এলো ঠিকাদারীতে কাজ পাইয়ে দেবার নামে কোটি কোটি টাকা আদায়ে। আর এই পরিস্থিতিতেই বিপ্লব মিত্রের নামে উঠলো স্লোগান, “কাটমানি চিত্র বিপ্লব মিত্র”।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন ঠিকাদারীর নামে বিপ্লব বাবু ও তার ভাই ৬ থেকে ১০ শতাংশ কাটমানি নিতেন। কাটমানি না দিলে মিলতো না কাজ। পাশাপাশি তিনি চাকরির নামে ৫ থেকে ১৫ লক্ষ টাকা আদায় করতো বলে অভিযোগ করেন এক সময়ে তার ঘনিষ্ট এক ব্যক্তি। আর এই নিয়ে এখন সরগরম দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতি। এরপরেই কাটমানি কান্ডে নাম জরালো বিপ্লব মিত্র ও তার দুই ভায়ের বিরুদ্ধে। অার এরপরেই তার ও তার দুই ভায়ের নামে সম্ভবত অভিযোগ হতে চলেছে গঙ্গারামপুর থানায়।