দিল্লীর পথে পারি দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র
২২শে জুন, দিল্লীঃ লোকসভা নির্বাচনের আগে থেকেই তৈরি হওয়া জল্পনার সম্ভবত অবসান হতে চলেছে আগামী দুইদিনের মধ্যে। সদলবলে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র। শনিবার সকালে তিনি বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লীর উদ্দেশ্যে রওনা হলেন তিনি।
ইতিমধ্যে জেলা পরিষদ ও দুই পৌরসভার বেশ সংখ্যক নির্বাচিত সদস্য গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের নেতৃত্বে দিল্লী পৌছে গিয়েছেন। এবার বিপ্লব বাবু আজ পৌছে যাবেন দিল্লী। সম্ভবত কাল কিম্বা সোমবার তিনি মুকুল রায়ের নেতৃত্বে অমিত শাহ ও কৈলাস বিজয়বর্গীয়ের হাত দিয়ে বিজেপিতে যোগদান করবেন। এবং সম্ভবত বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ও দুই পৌরসভার দখল করবে বিজেপি বলে সুত্রের খবর। এছাড়াও জানাযায় এইদিন ফোনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী বিপ্লব বাবুকে ফোন করে বিজেপিতে না যাবার আবেদন করলেও তাতেও তিনি এই সিদ্ধান্তে অনর থাকেন। তবে এই বিষয়ে বিপ্লব বাবুর কোন বক্তব্য পাওয়া যায়নি।