জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের উদ্যোগে শিশুদের হার্ড চেকাপ ক্যাম্প অনুষ্ঠিত হলো বালুরঘাটে

২১শে জুন, বালুরঘাটঃ শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের উদ্যোগে শিশুদের হার্ড চেকাপ ক্যাম্প অনুষ্ঠিত হলো বালুরঘাট হাসপাতালে। এইদিন সকালে এই শিশু সাথী প্রকল্পের উদ্বোধন করেন দক্ষিন দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, বালুরঘাট হাসপাতাল সুপার তপন বিশ্বাস সহ অন্যান্য চিকিৎসকরা। কলকাতার আমরি হাসপাতাল থেকে দুই জন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এইদিন জেলার ৯২ জন শিশুর হৃদয় বিনামূল্যে পরীক্ষা করেন।

 

যাদের অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের কলকাতার আমরি হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামুল্যে অপারেশন করা হবে বলে জানান দক্ষিন দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। তিনি বলেন জেলায় প্রতি তিন মাস অন্তর অন্তর এই ধরনের চেকাপ ক্যাম্প আয়োজিত হয় কলকাতা থেকে আসা চিকিৎসকদের দ্বারা। ১ থেকে ১৮ বছর পর্যন্ত সব শিশুদের বিনামূল্যে এই চিকিৎসা পেতে পারে, যার নাম শিশু সাথী প্রকল্প। যা বছরে তিন মাস অন্তর অন্তর চার বার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *