দিল্লীতে শুক্রবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূলের হেবিওয়েট নেতৃত্ব
২১শে জুন, দিল্লীঃ অমিত শাহ ও মুকুল রায়ের হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের হেবিওয়েট নেতৃত্বের একাংশ বিজেপিতে যোগদানের সম্ভাবনা শুক্রবার। কিন্তু কোন কোন হেবিওয়েট রয়েছে এই যোগদানের তালিকায় তা অবশ্য জানাযায়নি।
সুত্রের খবর প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র ও তার ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বেশ কিছু নেতৃত্ব বিজেপিতে যেতে পারে বলে বেশ কিছুদিন থেকেই জল্পনা চলছে জেলায়। কিন্তু শুক্রবার কোন কোন তৃণমূল নেতা যোগ দিতে পারে তা অবশ্য জানাযায়নি। তবে কি নাম ভেশে আসবে এই যোগদান কর্মসূচিতে, তা থেকে অন্য চিত্র ফুটে উঠবে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক পরিস্থিতিতে।