বালুরঘাট পৌরসভায় বামফ্রন্টের ডেপুটেশন ও ঘেরাও অভিযান
বালুরঘাট ১৮ জুন ; বালুরঘাট পুরসভার নির্বাচন অবিলম্বে করার দাবির পাশাপাশি বন্ধ থাকা পুর নাগরিক বৃদ্ধ বৃদ্ধা ও শারিরীক অক্ষম মানুষদের জন্য ভাতা প্রদান সহ নাগরিকদের পুর স্বচ্ছন্দ চালু রাখার দাবিতে আজ বালুরঘাট পুরসভা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল জেলা বামফ্রন্ট।
গত বছরের অক্টোবর মাসে বালুরঘাট পুরসভার মেয়াদ উর্ত্তীন হয়ে যায়। তারপর থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন করা আবশ্যিক থাকলেও সেই পুর নির্বাচন রাজ্য সরকারের নির্বাচন কমিশন আজ অবদ্ধি করে উঠতে পারেনি।পুরসভা চলছে প্রশাসক দিয়ে। এদিকে বোর্ড বিহীন পুরসভা থেকে নানান পুর পরিসেবা পুর নাগরিকরা বঞ্চিত থাকছেন বলে অভিযোগ।
বামেদের অভিযোগ এর আগেও তারা ওই নাগরিক পরিসেবা পাওয়ার ব্যাপারে প্রশাসকের কাছে তাদের দাবি দাওয়া জানিয়েছিলাম। কিন্তু সেই দাবি জানানোর পরঈ তাদের সেই দাবি দাওয়ার কোন সুরাহা না হওয়ায় আজ এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ভাতা প্রদানের দাবি সহ পুর নির্বাচনের দাবি সহ অনান্য দাবি নিয়ে ফের তারা বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভে সামিল হয়েছে।এর পাশাপাশি পুর প্রশাসকের হাতে তাদের এক প্রতিনিধি দল তাদের সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়।