পাঁচদিন বাতিল থাকতে থাকতেই আরো পাঁচদিন বাতিল করা হলো বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস
১৮ই জুন, বালুরঘাটঃ লাইন মেরামতির কারন দেখিয়ে গত ১২ই জুন থেকে বাতিল হয়েছিলো বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। সেই সময়সীমা ১৮ই জুন শেষ হতেই আবার বাতিলের সময় পাঁচদিন বাড়ালো উত্তরপূর্ব সীমান্ত রেলের অপারেশন বিভাগ। বালুরঘাট সহ জেলার প্রায় কয়েকশ মানুষ বিপাকে লাগাতার ট্রেন বাতিলের কারন। জানাযায় গত প্রায় তিন মাসে অন্তত ছয়বার সাত থেকে ১৫ দিন করে বাতিল করা হয়েছিলো বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। চলতি মাসের ১২ই জুন থেকে ১৭ই জুন শিলিগুড়ি বালুরঘাট ও ১৩ই জুন থেকে ১৮জুন বালুরঘাট থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস বালিত হয়েছিলো সেই সময়সীমা পার হতে না হতেই আবার পাঁচদিন বাতিলের নোটিশ দিল উত্তরপূর্ব সীমান্ত রেল। যার ফেলে আগামী ২২ ও ২৩শে জুন পর্যন্ত শিলিগুড়ি থেকে বালুরঘাট ও বালুরঘাট থেকে শিলিগুড়ি ট্রেন বাতিল হয়েছে।
আর এই ট্রেন বাতিলের কারনে শুধু শিলিগুড়ি গামী যাত্রীরা সমস্যায় পরেনি তা নয় সমস্যায় পরেছে রামকেলীর মেলায় যাওয়া যাত্রীরাও। চলতি সপ্তাহে মালদার গৌড়ে রামকেলীর মেলা অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে এই ট্রেনে চেপে বহু যাত্রী রামকেলীতে মেলা দেখতে যায়। কিন্তু গৌড় লিঙ্ক এক্সপ্রেসের সঙ্গে এই ইন্টারসিটি এক্সপ্রেসের কামড়া যুক্ত না হওয়ায় সমস্যায় পরেছে মেলা দর্শনে যাওয়া হাজার হাজার মানুষ। যারফলে সংরক্ষিত কামরায় লোকাল যাত্রীরা উঠে পরায় সমস্যায় পরেছে কলকাতা যাওয়া যাত্রীরা। যার প্রতিবাদ করেও কোন লাভ হচ্ছেনা বলে অভিযোগ জানান সুব্রত সরকার নামে এক যাত্রী। তিনি আমাদের জানান তিনি তার মাকে চিকিৎসা করাবার জন্য কলকাতা নিয়ে যাচ্ছেন কিন্তু তাদের টিকিট সংরক্ষিত থাকলেও তাদের আসন লোক বসে থাকায় সমস্যায় পরেছেন তারা। অভিযোগ জানিয়েও কোন ফল পাচ্ছেনা তারা। একিভাবে রামকেলীর দর্শনার্থী একজন জানান এমন ভাবে ট্রেন বাতিল করে হাজার হাজার মানুষকে বিপাকে ফেলার কোন যুক্তি নেই। এটা বালুরঘাটের প্রতি একটা ষড়যন্ত্র উত্তরপূর্ব সীমান্ত রেলের, যা মেনে নেওয়া যায়না।