দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি সহ জেলা পরিষদ ও দুই পৌরসভায় গেরুয়া রং লাগার সম্ভাবনা
১৯শে জুন, বালুরঘাটঃ দীর্ঘদিন থেকেই জল্পনা চলছে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র সহ তার অনুগামীদের বিজেপিতে যোগদানের বিষয় নিয়ে। লোকসভা নির্বাচনের প্রার্থী না হতে পেরে, বিদ্রোহী বক্তব্য শোনা গিয়েছিল তার ও তার ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এরপর থেকেই চলে জল্পনা কবে তিনি ও অনুগামীরা বিজেপিতে যোগদান করেন। নির্বাচন পার হলেও জল্পনা রয়েগেলেও বদল ঘটেছে জেলা তৃণমূলের দলীয় পরিস্থিতির।
লোকসভা নির্বাচনের হারের পরেই দ্বিতীয় বার জেলা সভাপতি পদ হারান বিপ্লব বাবু দলনেত্রীর নির্দেশে। এরপরে তার অনুগামীরা একে একে দলীয় পদ থেকে সরে যেতে দেখা যায়। আর সেই প্রক্রিয়া শুরু হতেই তার ও তার অনুগামীদের বিজেপি যোগদানের জল্পনা জোরদার হতে থাকে। তার মধ্যেই এইদিন কলকাতায় সব পৌরসভার কাউন্সিলরদের নিয়ে মমতা ব্যানার্জীর বৈঠকে অনুপস্থিতি লক্ষ্য করা যায় গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পৌরসভার কাউন্সিলরদের। পাশাপাশি গঙ্গারামপুরে চলে গোপন বৈঠক বিপ্লব মিত্রের উপস্থিতিতে বলে সুত্রের খবর। যেখানে উপস্থিতি দেখা যায় একাধিক জেলা পরিষদ থেকে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের। সুত্রের খবর বিজেপির উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে এইদিন বিজেপিতে যোগদান নিয়ে চলে গোপন বৈঠক। যেখানে জেলা পরিষদ, একাধিক পঞ্চায়েত সমিতি ও পৌরসভা তৃণমূলের হাত ছাড়া হবার অাশংঙ্খা তৈরি হয়েছে বলে সুত্রের খবর। এখন দেখার আগামী দিনে কি রাজনৈতিক চিত্র দেখা যায় জেলায় তাই এখন দেখার।