একাঙ্ক নাটকের জনক মন্মথ রায়ের জন্মদিবস পালন করলো বালুরঘাট প্রত্যুষ পত্রিকা
১৭ই জুন, বালুরঘাটঃ রবিবার ১৬ই জুন একাঙ্ক নাটকের জনক নাট্যকার মন্মথ রায়ের জন্মদিবস পালন করলো বালুরঘাট প্রত্যুষ পত্রিকা। ১৮৯৯ সালে বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলার গালাতে জন্মগ্রহন করেন। ১৯২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাষ্টার ডিগ্রী করে আইনে স্নাতক হয়ে বালুরঘাটে আইনজ্ঞ হিসাবে কাজ শুরু করেন। সেই সঙ্গে তিনি নাটকার হিসাবে নিজেকে এক অন্য জাগায় প্রতিষ্টা করেন, তার প্রথম নাটক মুক্তির ডাক, এরপরে কারাগার সহ একাধিক নাটক তিনি সবার নজর কারেন।তার রচিত একাধিক নাটক হলো Dharmaghat (1926), Mahuya (1929), Sabitri (1931), Ashok (1933), Mir Kasim (1938), Khana (1953), Jibantai Natak (1953), Santal Bidraha (1958), Amrta Atit (1960), and Lalan Fakir (1969)।
তিনি ১৯৬৯ সালে জাতীয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে পুরস্কৃত হন। বালুরঘাট তার নিজের শহরে একাঙ্ক নাটকের জনক মন্মথ রায়ের জন্মদিবস সেইভাবে পালন করা দেখা যায়নি, বালুরঘাটের একাধিক নাট্যসংস্থাতেই এইদিন দেখা যায়নি তার জন্মদিবস পালন। তাই সেই সব কিছুকেই পিছনে ফেলে নাট্যকার মন্মথ রায়ের জন্মদিবস পালন করলো বালুরঘাট প্রত্যুষ পত্রিকা। এইদিন তাদের নিজস্ব কক্ষে নাট্যকার মন্মথ রায়ের জন্মদিবস পালনের পাশাপাশি তার জীবনি নিয়েও আলোচনা হয়, স্মৃতি চারন করা হয় তার জীবনের নানা বিষয়। প্রত্যুষ পত্রিকার সম্পাদক কৃষ্ণপদ মন্ডল আমাদের জানান তিনি গত প্রায় চার বছর থেকে মন্মথ রায়ের জন্মদিবস পালনের পাশাপাশি ইতিমধ্যে তার জীবনি নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। তিনি দাবী করেন নাট্যকার মন্মথ রায়ের মূ্র্তি স্থাপন সহ তার বিষয়ে একটি সংগ্রহশালা করবার জন্য।