সম্পত্তি দখলের জন্য অসুস্থ্য দাদাকে চিকিৎসা না করিয়ে মেরে ফেলার অভিযোগে চাঞ্চল্য
১৬ই জুন, হিলিঃ চিকিৎসা না করিয়ে ঝাড়ফুক করে দাদাকে মেরে ফেলার অভিযোগ উঠলো দুই বোনের বিরুদ্ধে, মৃত্যুর পরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দাদার দেহকে প্রায় ১৪ ঘন্টা ফেলে রাখে দুই বোন বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির স্ত্রী লতিকা সরকার। মৃত এই ব্যক্তির নাম সন্তোষ সরকার বয়স ৫৫ বছর। জানাযায় প্রায় ১৪ বছর আগে সন্তোষ সরকারের সঙ্গে বিয়ে হয় লতিকা দেবী। সন্তোষ বাবুর চার বোনের মধ্যে দুই বোন তাদের বাড়িতেই থাকতেন। জানাগেছে দুই বছর আগে সন্তোষ বাবু অসুস্থ হলে তাকে চিকিৎসকের কাছে চিকিৎসা না করিয়ে ঝাড়ফুক করে কবিরাজি ওষধ খাইয়েছে দুই বোন বলে অভিযোগ করেন তার স্ত্রী। এইদিকে স্বামীর অসুস্থতার জন্য বিড়ি বেঁধে সংসার চালান লতিকা দেবী।
গতরাতে প্রায় ১০ টা নাগাদ মারা যান সন্তোষ বাবু। জানাযায় সন্তোষ বাবুর নামে থাকা প্রায় ৭ বিঘা জমি ভাগাভাগি নিয়ে দুই বোন দাবী করেন। এবং বাড়িতে প্রায় ১৪ ঘন্টা মৃতদেহ বাড়ির উঠানে ফেলে রাখেন। ঘটনার খবর পেয়ে হিলি থানার ওসি তাসি থিরিং শেরপার নেতৃ্ত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের বৌ্দি রমা দাস মন্ডল জানিয়েছেন অসুস্থ হবার পর থেকেই সন্তোষবাবুকে একাধিক কবিরাজ দেখানো হয়েছিল, সঠিক চিকিৎসা করানো হয়নি। পাশাপাশি অভিযুক্ত বোন সীমা সরকার জানিয়েছেন জমি তার মার নামে ও দুই ভাইপোর নামে রয়েছে। জমি ভাগাভাগির কোন বিষয় নেই।
হিলি থানার ওসি তাসি শেরিং শেরপা আমাদের জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে করা হচ্ছে।