কাটা তারের ওপারে ভারতীয় গ্রাম হাঁড়িপুর গ্রাম ঘুরে দেখলেন রাজ্য মহিলা কমিশনার
১৬ই জুন, হিলিঃ দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রাম হাড়িপুকুর ঘুরে দেখলেন রাজ্য মহিলা কমিশনার। রবিবার তিন সদস্যের প্রতিনিধি দল প্রথমে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে মহিলা বন্দিদের সঙ্গে কথা বলেন। তাদের যাবতীয় সুবিধা-অসুবিধার কথা শোনেন রাজ্য মহিলা কমিশনার লীনা গঙ্গোপাধ্যায়। যেখানে বন্দীদের খাওয়া-দাওয়া ও চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্য কমিশনার। কমিশনারের কাছে বন্দিরা দ্রুত তাদের বাড়ি ফেরানোর আর্জি জানিয়েছেন।
এদিন কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনের পর হিলি সীমান্তের কাঁটাতারে ওপারে ভারতীয় গ্রাম হাড়িপুকুর পরিদর্শনে যান মহিলা কমিশনের আধিকারিক সহ তিন সদস্যের প্রতিনিধি দল। যেখানে ভারত ও বাংলাদেশ দুই দেশের মহিলাদের সাথে কথা হয় মহিলা কমিশনের প্রতিনিধিদের। এদিন সীমান্ত পরিদর্শনের সময় রাজ্য মহিলা কমিশনের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ, হিলির ভিডিও সঞ্জয় সুব্বা, 199 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের আধিকারিক সহ হিলি থানার ওসি প্রমূখ। হিলি থেকে ফিরেই এদিন বালুরঘাটে সার্কিট হাউসে জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক রাজ্য মহিলা কমিশনার। যেখানে জেলা জুড়ে মহিলা সুরক্ষা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
রাজ্য মহিলা কমিশনের লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রুটিন ভিজিট হিসাবে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার এসেছিলেন। বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারের গ্রাম ঘুরে দেখেন তিনি।