বালুরঘাট টাউন কমিটির পুনরায় নতুন সভাপতি হলেন আইনজীবি সুভাষ চাকী

বালুরঘাট ১৪ জুনঃ লোকসভা ভোটে দক্ষিন দিনাজপুর জেলায় তৃনমুলের ভরাডুবির পর জেলা সভাপতিকে সরিয়ে দিলেও এবার বালুরঘাট শহর কমিটি গঠনের ক্ষেত্রে নেত্রীর দেখানো পথে হাঁটলেন না তৃনমুলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। অথচ গতকাল রাত্রে বালুরঘাট শহর কমিটি গঠনের সময় তিনি শহর কমিটির সভাপতিতে আস্থা রাখলেন সেই ১৫ নং ওয়ার্ডের এবারের ভোটে প্রায় ১৫০০ ভোটে পরাজিত, সুভাষ চাকী কেই। যা নিয়ে জেলা সভাপতির এই কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দর মহলে । দলের একাংশের অভিযোগ যেহেতু সুভাষ চাকি বর্তমান দলের সভাপতির ঘনিষ্ট তাই বালুরঘাট শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটে হেরে যাওয়া ওর্যাড কমিটির প্রধান সেই সুভাষ চাকিকে না সরিয়ে ফের তাকে ওই পদে বহাল করলেন। কিন্তু তাতে দলের সাংগঠনিক হাল ফিরবে কিনা সে নিয়েই যেমন সন্দেহ রয়েছে। তেমনি শহরের তৃনমুলের কর্মী সমর্থকদের অনেকেই তাকে ফের মেনে নিয়ে দলের হয়ে কাজে নামবে কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে দলের অন্দরে।

গতকাল রাত্রে বালুরঘাট শহরের একটি ঠিকাদারি সংস্থার কার্যালয়ে এক বৈঠকে জেলা সভাপতি হিসেবে ৩৭ জনের বালুরঘাট শহর কমিটির কথা ঘোষনা করেন অর্পিতা ঘোষ। তবে এই কমিটিতেও তিনি সদ্য প্রাক্তন দলের সভাপতি বিপ্লব মিত্রের অনুগামী কাউকে স্থান দেননি। তবে সুভাষ চাকীকে শহর কমিটির সভাপতি করলেও কার্যকরি সভাপতি দেবাশীষ মজুমদারকে সরিয়ে সেখানে আনা হয়েছে সজয় সাহাকে। বালুরঘাট শহর কমিটির পাশাপাশি অর্পিতা ঘোষ কুমারগঞ্জ ব্লক কমিটি ও ঢেলে সাজিয়েছেন।এখন দেখার নতুন জেলা সভাপতির গড়া নতুন কমিটি গুলি আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে কতখানি কার্যকরি মজবুত ভূমিকা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *