হিলিতে তৃণমূলের নতুন ব্লক কমিটি গঠন করলো জেলা সভাপতি অর্পিতা ঘোষ, নাম নেই কোন বিপ্লব পন্থীর

১২ই জুন, হিলিঃ লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক ভরাডুবির দায় চাপিয়ে, হিলির ব্লক কমিটির ঢালাও পরিবর্তন করলো জেলা সভাপতি অর্পিতা ঘোষ। যেখানে শুধু ব্লক সভাপতি নয়, কমিটি থেকে ছেটে ফেলা হলো সব প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব পন্থীদের নাম। ব্লক সভাপতি হিসাবে বিকাশ চক্রবর্তীর জাগায় নতুন সভাপতি করা হলো মিহির সরকারকে। পাশাপাশি কার্যকারি সভাপতি করা হলো বিদ্যুৎ বিশ্বাস ও কৌশিক মাহাতকে। সাধারণ সম্পাদক করা হলো উত্তম জৈন ও উজ্জ্বল মন্ডলকে। এছাড়াও কমিটিতে স্থান পেয়েছে একাধিক নতুন মুখ।

 

২০১৬ সালের বিধানসভার পরে আবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের খারাপ ফলের মূল বিষয় হিসাবে সামনে এসেছে দলের অন্দরের ব্যাপক গোষ্ঠী কোন্দল, যেখানে বার বার নাম জড়িয়েছে বিপ্লব মিত্র পন্থী বেশ কিছু নাম, যা কখনো ভালো ভাবে মেনে নেননি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাই নির্বাচনের ব্যাপক ভরাডুবির পরেই দলনেত্রী জেলা সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে দিয়ে তার জাগায় জেলা সভাপতি করেন অর্পিতা ঘোষকে। এবার তিনি দায়িত্ব হাতে নিয়েই নতুন করে দলকে সাজানো কাজ শুরু করেন। আর যার প্রথম পর্যায় হিসাবে দলে ফেরানো হয় সুভাশীষ পালকে, সেই সঙ্গে যুব জেলা সভাপতি করা হয় অম্বরিশ সরকারকে। এবার ব্লক কমিটি সাজানোর পালায় প্রথম শুরু হলো হিলি থেকে, এবার সম্ভবত পরিবর্তন হবে বালুরঘাট ও গঙ্গারামপুর কমিটি। যেখানে লোকসভা নির্বাচনে এই দুই ব্লকের ফল ব্যাপক ভাবে খারাপ হয়েছে। অর্পিতা ঘোষ আমাদের বলেন তিনি দ্বায়িত্ব নিয়ে দলের মধ্যের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি ঘটাতে নতুন দের সুজোগ করে দিচ্ছেন যেমন তেমন পুরাতন কর্মীদের দলে আরো গুরুত্ব বৃদ্ধি করা হচ্ছে। যার মাধ্যমে দলকে নতুন করে ঢেলে সাজিয়ে দলকে চাঙ্গা করার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *