আবার আজ থেকে বাতিল হতে চলেছে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস

১৩ই জুন, বালুরঘাটঃ আবার ট্রেন পরিসেবায় কোপ পরতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার ট্রেন পরিসেবায়। এই নিয়ে গত দুই মাসে তিনবার ট্রেন পরিসেবাকে বন্ধ করছে উত্তরপূর্ব সীমান্ত রেল। ১৩ই জুন থেকে শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস ও ১৪ই জুন থেকে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল হবে আগামী ৫ দিনের জন্য, যা পুনরায় চালু হবে ১৭ ও ১৮ই জুন থেকে। কারন হিসাবে ওন্ড মালদা থেকে আলুয়াবাড়ি সেকশনে মেরামতির কাজ হবার বিষয় বলে জানান উত্তরপূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা।

 

জেলা বাসি দাবি করেন বালুরঘাট থেকে হাতে গুনা কয়েকটি মাত্র ট্রেন চলাচল করে, যেখানে শিলিগুড়ি যাবার এই একমাত্র ট্রেন দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের ভর্সা। যা বারবার বন্ধ হবার কারনে জেলার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। একলাখী বালুরঘাট রেল যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায় আমাদের জানান এই ধরনের রেলের চক্রান্তমুলক একটা কাজ, যার তীব্র প্রতিবাদ করছেন তিনি। তিনি বলেন এবার শুধুমাত্র দুইটি ট্রেনকে বাতিল করা হয়েছে, যার মধ্যে এই ট্রেনটি রয়েছে। জেলার মানুষের কথা কোন ভাবে কর্ণ পাত করেনা রেল। তারা এই জেলার সঙ্গে চক্রান্তের মনভাব বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *