পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে আন্দোলনে নামলো গ্রামের মহিলারা, তপনের ভাড়িলায় উত্তেজনা
১১ জুন, বালুরঘাটঃ জলের দাবিতে পথ অবরোধ করে আন্দোলনে নামলো গ্রামের মহিলাদের। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা এলাকার ঘটনা। শতাধিক মহিলার বিক্ষোভ অবরোধে ব্যাপক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তপন-চকভৃগু রাজ্য সড়ক অবরোধের ঘটনায় রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু গাড়ি। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে পথ অবরোধ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে তপন থানার পুলিশ।