সন্দেশখালির ঘটনায় প্রতিবাদ বালুরঘাটে, মৌন মিছিল সাংসদ সহ বিজেপির
১০ জুন, বালুরঘাটঃ গঙ্গারামপুরে বিজেপি কর্মীদের উপর পুলিশি নির্যাতন এবং সন্দেশখালিতে বিজেপি কর্মীদের হত্যার প্রতিবাদে বালুরঘাটে কালা দিবস পালিত হল। সোমবার বিকেলে জেলা বিজেপির পক্ষ থেকে সকল নেতা কর্মীরা মুখে কালো কাপড় বেধে বালুরঘাট শহর জুড়ে মৌন মিছিল করেন। জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার, বিজেপির নবনিযুক্ত সাংসদ সুকান্ত মজুমদার সহ জেলা ও ব্লকের একাধিক নেতৃত্বরা মিছিলের সামনে থেকে নেতৃত্বদেন। সংগঠনের দাবী রাজ্য জুড়ে একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে।
শাসক দলের প্রত্যক্ষ মদতে দুষ্কৃতীরা সন্ত্রাস চালাচ্ছে রাজ্য জুড়ে। সন্দেশখালিতে চারজন বিজেপির কর্মীকে গুলি করে খুন করেছে শাসক দলের দুস্কৃতিদল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পুলিশকে দিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের উপর। যার প্রতিবাদেই এই কালা দিবস। আগামীতেও বিজেপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন জেলা সভাপতি শুভেন্দু সরাকার।