পুলিশের উপর হামলা, অশান্তি তৈরির ঘটনায় অভিযুক্ত হলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ ৫৫ জন বিজেপি নেতা
৯ই জুন, বালুরঘাটঃ গত শনিবার বিজেপির অভিনন্দন যাত্রায় পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট সহ এলাকায় অশান্তি তৈরির ঘটনায় গঙ্গারামপুর থানায় মামলা দায়ের করা হলো বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার সহ মোট ৫৫ জন বিজেপি নেতা ও কর্মীর উপর। পাশাপাশি গতকাল গ্রেপ্তার দুই বিজেপি কর্মীকে এই দিন গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়। পাশাপাশি গতকালকের ঘটনায় পুলিশি লাঠি চার্চ ও গ্রেপ্তার সহ সন্দেশ খালির ঘটনার প্রতিবাদে আজ বালুরঘাটের পথ অবরোধের কর্মসূচী স্থগিত করে দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি নেতৃ্ত্ব।
জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার আমাদের জানান পুলিশ গতকালকের ঘটনা তৈরি করে বিজেপির উপর হামলা চালিয়েছে, সেই সঙ্গে তিনি সহ তাদের রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সহ তাদের ৫৫ জন কর্মীর নামে পুলিশ মিথ্যা মামলা দায়ের করেছে। গতকালকের ঘটনার তারা তীব্র প্রতিবাদ করছে। জেলা পুলিশ সুপার প্রসুন ব্যানার্জী আমাদের জানান গতকালকের ঘটনায় প্রায় ২০ জন পুলিশ কর্মী আহত হয়েছে, অনেকে গুরুত্বর আহত হয়ে বালুরঘাট হাসপাতাল, গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রায় চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, নষ্ট করা হয়েছে সরকারি সম্পত্তি, এলাকায় ১৪৪ ধারা জারি করা সহ বাঁশ, লাঠি ইট পাথর নিয়ে র্যালি করে পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, হামলার সব ভিডিও ফুটেজের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে।