সুকান্ত মজুমদারের বিজয় মিছিল ঘিরে রণক্ষেত্র গঙ্গারামপুরে, ঢিল ও বাঁশের আঘাতে আহত ১০ পুলিশ কর্মী

৮ই জুন, গঙ্গারামপুরঃ শনিবার সকালে সদ্য জয়ী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বিজয় মিছিল ঘিরে রণক্ষেত্র গঙ্গারামপুরে, ঢিল ও বাঁশের আঘাতে আহত ১০ পুলিশ কর্মী। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘটনায় আঙ্গুল তোলেন তৃণমূল কংগ্রেসের দিকে। পাশাপাশি বিজেপির উগ্র রাজনৈতিক মতাদর্শের পরিচয় এইদিন দেখা গিয়েছে গঙ্গারামপুরে, এমনটাই বলেন দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ। এইদিন সকাল সদ্য জয়ী বিজেপির বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বুনিয়াদপুরে সম্বর্ধনা সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্যরা এরপরে বিশাল কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গারামপুরে এলে কালিতলা থেকে শুরু করা মিছিল গঙ্গারামপুর পূনর্ভবা নদীর ব্রীজে আটকে দেয় পুলিশ।ঘটনায় বিজেপির কর্মী সমর্থকরা ইট পাথরের ঢিল ও বাঁশ নিয়ে হামলা চালায় পুলিশের উপরে। পুলিশ পাল্টা প্রতিরোধ করতে গেলে বাঁশ ও ইটের আঘাতে গুরুত্বর আহত হন গঙ্গারামপুর থানার আইসি গৌতম সরকার, এস আই দেবব্রত মিশ্র, বিভু ভট্টাচার্য সহ প্রায় ১০ জন পুলিশ কর্মী। বিজেপির পক্ষ থেকেও জানানো হয় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এদিন দিলীপ ঘোষ জানান তাদের শান্তিপূর্ণ মিছিল বাঁধা দেয় পুলিশ, এরপরে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা ইট বাঁশ দিয়ে হামলা চালায়। ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তিনি বলেন বিজেপি ভয় পাচ্ছেনা এবার থেকে তারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাবে। দরকার হলে তারা সব জাগায় মিছিল করবে। যদিও পরে তিনি বালুরঘাটে আর মিছিল না করে শুধু সম্বর্ধনা সভা করেন। এই ঘটনার তীব্র বিরোধিতা করেন দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ। তিনি বলেন এই জেলায় বিজেপি মারপিট, গন্ডগোলের আবহাওয়া তৈরি করেছেন। এই জেলায় বিজেপি যে ভাবে রাজনীতি করছেন, তা এই জেলার সংস্কৃতি নয়, মানুষ বিজেপির আসল রূপ বুঝতে পারবেন। যেভাবে আজ দক্ষিন দিনাজপুর জেলার পরিবেশ উত্তপ্ত করবার চেষ্টা করেছেন দিলিপ ঘোষ তা মানুষ মেনে নেবেন না বলে জানান অর্পিতা ঘোষ।

দিলীপ ঘোষ কি বললেন শুনুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *