জলে তলিয়ে দুই ভাই বনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটে, শোকের ছায়া পরিবারে
বালুরঘাট, ৮ জুনঃ পরিবারের অলক্ষ্যে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল দুই শিশুর। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট থানার খিদিরপুর হালদার পাড়া রেলব্রীজ এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে মৃত দুই শিশুর নাম সমীর হালদার (১০) ও মুনমুন হালদার (১২)। সম্পর্কে ভাই বোন ওই দুই শিশু এদিন বাড়ি থেকে সামান্য দূরে আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়েছিল। অসাবধানতায় নদীতে তলিয়ে মৃত্যু হয় তাদের। প্রতিবেশী ঘটনা দেখতে পেয়ে তাদের পরিবারের খবর দেয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতকাল ওই শিশুদের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। এদিনও ষষ্ঠী উপলক্ষে ফের ব্যস্ত হয়ে পড়েন পরিবারের লোকেরা। ফলে সকলের অলক্ষ্যে নদীতে স্নান করতে গিয়েছিল দুই ভাই বোন। অকালে দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিজয় হালদার নামে এক প্রতিবেশী জানিয়েছেন, বাড়ি থেকে সামান্য দূরে স্নান করতে গিয়েছিল দুই ভাইবোন। জলে তলিয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে তাদের।
বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।