এবারে বউ ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে ধর্না যুবকের, সাথ দিল বন্ধুরা
রায়গঞ্জ, ৭ জুন–— এবারে উত্তর দিনাজপুরেও স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে ধর্নায় বসলেন এক যুবক। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার সাহাপুরের বাসিন্দা ওই যুবক গোপাল বল । কানকি এলাকার তার হবু শ্বশুরবাড়ির সামনে নিজের দুই বন্ধুকে নিয়ে ধর্নায় বসেছেন। হাতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে ”ধরনা–দাবি বৌ চাই”। তার দাবি, সামাজিক মতে বিয়ে ঠিক হওয়ার ১৩ দিন আগেই শ্বশুরবাড়ি থেকে হটাৎই নিখোঁজ হয়েছেন তার স্ত্রী। যতক্ষণ পর্যন্ত তাকে ফিরে পাওয়া না যাচ্ছে, ততক্ষণ শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় বসে থাকবেন তিনি।
গোপাল বল জানিয়েছে, গত এপ্রিল মাসে তাদের রেজিস্ট্রি মেরেজ হয়েছিল। আগামী ২১জুন সামাজিক মতে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হটাৎ করেই আমার হবু স্ত্রীকে খুজে পাওয়া যাচ্ছে না। স্ত্রীকে ফিরে না পাওয়া পর্যন্ত তাঁর ধর্না চলবেই।