ঈদ উৎসবে মাতল সীমান্তরক্ষী বাহিনী, করিডর কমিটির মিষ্টি বিনিময় আন্তর্জাতিক চেকপোষ্টে
৫ জুন, বালুরঘাটঃ সারাদেশের সাথে তাল মিলিয়ে পবিত্র ঈদ উৎসবে মাতল দক্ষিণ দিনাজপুর জেলাবাসী৷ বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত হিলিতে শুভেচ্ছা বিনিময় হয় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে, শুভেচ্ছা বিনিময় হয় দুই দেশের টুরা হিলি করিডর কমিটির মধ্যে। ছিলেন করিডর কমিটির আহ্বায়ক নব কুমার দাস, কার্ত্তিক সাহা, শংকর দাস, রূপক দত্ত, বাংলাদেশ এর পক্ষ থেকে ছিলেন শাহিনুর রেজা সাহিন, হারুনর রসিদ হারুন, জাহিদুল ইসলাম। এছাড়াও সদর শহর বালুরঘাটের বোল্লা ঈদ গায়ে নামাজ পাঠের জন্য জমা হন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ৷ বোল্লা সহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশো মানুষ ঈদের নামাজ পড়েন ওই মাঠে ৷ শেষে সকলের মধ্যে সৌহার্দ বিনিময় চলে ৷ এদিন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলি চেকপোষ্টে বিএসএফ ও বিজিবির মধ্যে মিষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় হয় ।