প্রসূতির সাথে দুর্ব্যবহারে শিশুমৃত্যুর ঘটনায় শোকজ তিন নার্স, সরানো হলো ওয়ার্ড থেকে
৩রা জুন, বালুরঘাটঃ বালুরঘাট হাসপাতালে প্রসূতিকে চড় ও লাথি দিয়ে দুর্ব্যবহার সহ চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগে তিন নার্সকে শোকজ করলো হাসপাতাল কর্তৃপক্ষ৷ যদি ওই ঘটনার আগেই অভিযুক্ত চিকিৎসক অরূপ দে কে হাসপাতাল থেকে সরিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। এবারে অভিযুক্ত তিন নার্সকে শোকজ করে তাঁদের কেউও দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে স্থানান্তর করা হয়েছে সোমবার৷ প্রাথমিক তদন্তের রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের এমন কড়া ভূমিকায় শোরগোল পড়েছে চিকিৎসক ও নার্সদের মধ্যে৷
গত বৃহস্পতিবার কুমারগঞ্জের মোহনার মুগলিশপুরের বাসিন্দা জয়দেব পালের স্ত্রী বৃষ্টি মহন্ত পালকে চড় লাথি মারার অভিযোগ ওঠে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে৷ মৃত্যু হয় সদ্যোজাত শিশুর৷ যার পরেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি অভিযুক্ত চিকিৎসককে হাসপাতাল থেকে সরিয়ে তাঁকে শোকজ করা হয়৷ এবারে ওই ঘটনায় জড়িত তিন নার্সকে শোকজ করে কড়া বার্তা দিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ জেলার মুখ্য স্বাস্থ অধিকারিক সুকুমার দে জানিয়েছেন আগেই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল ৷ এবার নার্সদের শোকজ করা হয়েছে৷ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷