কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের দিয়ে নাচ গানের মনোজ্ঞ অনুষ্ঠান নজর কাড়ল বালুরঘাটে
৩রা জুন, বালুরঘাটঃ কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের দিয়ে নাচ গান পরিবেশিত হল বালুরঘাটে৷ নূপুর নৃত্যালয়ের উদ্যোগে শনিবার থেকে দুই দিন ব্যাপী বালুরঘাট শহরের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে নৃত্যনাট্যের আয়োজন করা হয়৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিচারাধীন বন্দিদের সমাজের মূল স্রোতে ফেরানোর বার্তা দেওয়া হয়েছে এই অনুষ্ঠান থেকে৷ দুই দিনের অনুষ্ঠানে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের মোট ১৪ জন পুরুষ এবং ৪ জন মহিলা বন্দি অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নূপুর নৃত্যালয়ের মূল কর্ণধার তাপসী বিশ্বাস, কেয়া দাস ও তাপস দাস সহ বিশিষ্ট জনের৷
তাপসী বিশ্বাস জানিয়েছেন সংশোধনাগারের বন্দিদের সমাজের মূল স্রোতে ফেরাতে ২০১২ থেকে নাচ গান শিখিয়ে আসছেন ৷ এদিন বন্দিদের নিয়ে নাট্যনৃত্যের আয়োজন করা হয়েছে ৷
বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিক শ্যামল তালুকদার জানিয়েছেন, অত্যন্ত ভাল উদ্যোগ এর মাধ্যমে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিরা সমাজের মূলস্রোতে ফেরার বার্তা পাবে ৷