বালুরঘাটের দেবশ্রী চৌধুরী পেলো নারী ও শিশু, বালুল পেলো বন ও পরিবেশ
৩১শে মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ গতকালের নানা পটভূমির পরে বাংলার হাতে এসেছে মাত্র দুইজন প্রতিমন্ত্রী, একজন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও অপর জন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। কিন্ত এই সবের পরে আশা ছিলো হয়তো রাজ্যের এই দুই মন্ত্রীকে কোন গুরুত্বপূর্ণ দপ্তরের ভার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা দিয়ে এই রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনকে কাজে লাগাতে পারে বিজেপি। কিন্তু সব শেষে দেখা মিললো বাবুল সুপ্রিয় পেলো বন ও পরিবেশ আর দেবশ্রী চৌধুরীকে দেওয়া হলো নারী ও শিশু মন্ত্রকের প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব। এছাড়াও কেন্দ্রীয় ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রকের মধ্যে অর্থ পেলেন নির্মলা সীতারামায়, গৃহ অমিত শাহ, রক্ষা রাজনাথ সিং, সরক পরিবহন ও হাইওয়ে নিতীন গডকরী, ক্রেতা সুরক্ষা ও খাদ্য রামবিলাস পাশোয়ান, আইন রবিশংকর প্রশাদ, রেল ও শিল্প বানিজ্য পিযুস গোয়েল, নারী ও শিশু কল্যান স্মৃতি ইরানি, বন ও পরিবেশ তথ্য সম্প্রচার প্রকাশ জাবরেকর, মানব সম্পদ উন্নয়ন দপ্তর রমেশ পখারিল।