তৃণমূল প্রধান বিজেপিতে যোগদান করায় বোয়ালদার পঞ্চায়েতের দখল নিতে চলেছে পদ্ম শিবির
২৯ মে, বালুরঘাট: ভাটপাড়া থেকে কাঁচড়াপাড়ার দল বদলের আঁচ এবার এসে পরলো বালুরঘাটে। বুধবার দুপুরে বালুরঘাট থানার পতিরামে এক অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাট এলাকার বোয়ালদার পঞ্চায়েত প্রধান তথা এলাকার তৃনমুল নেত্রী মৌসুমি রায় দলবদল করে বিজেপি দলে যোগদান করলো। তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেয় জেলা বিজেপির সাধারন সম্পাদক বাপি সরকার। গত পঞ্চায়েত নির্বাচনে বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের মোট ১৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পায় ৬টি, বিজেপি পায় ৬টি ও বামফ্রন্ট পায় ৪টি আসন। এবার প্রধান আসন এসসি মহিলা সংরক্ষিত হওয়ায়, বামেদের থেকে একজন মহিলা এসসি পঞ্চায়েত সদস্যা মৌসুমি রায়কে দলে নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। এবং মৌসুমি রায়কে প্রধান করে সাত জন সদস্য নিয়ে বোয়ালদার পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল। কিন্তু গত কয়েক মাসে নানা সমস্যায় জর্জরিত এই পঞ্চায়েত এবার আবার জটিল সমস্যায় পরলো। সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে আসা প্রধান এবার আবার দল বদল করে গেলো বিজেপিতে। যা নিয়ে চরম সমস্যায় বোয়ালদার অঞ্চল তৃণমূল কংগ্রেস।