জেলায় দলের বহু নেতা ক্ষুব্ধ, বিজেপি তাদের সঙ্গে যোগাযোগ করছে, বিপ্লব মিত্র জেলা এলে অালোচনা হবে
২৯শে মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ অর্পিতা ঘোষ নিয়ে বার বার প্রকাশ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ করতে দেখা গেছে বিপ্লব মিত্র ঘনিষ্ট অনুগামীদের সহ তার ভাই গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে অর্পিতা ঘোষকে পুনরায় টিকিট দেওয়া থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে তাকে দক্ষিন দিনাজপুর জেল সভাপতি করা সব কিছুর প্রকাশ্যে বিরোধিতায় দেখা গেছে তাদের। কিন্তু এবার শুধু বিরোধিতা নয়, দলের গুরুত্বপূর্ণ নেতারা যে ক্ষুব্ধ এবং ভোটের আগে থেকে তাদের সঙ্গে বিজেপি যোগাযোগ করছে নানা অফার নিয়ে তা এক বিবৃতিতে স্পষ্ট করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তিনি বলেন ক্ষুব্ধ নেত্রীত্বদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সদস্য থেকে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সদস্য এমনকি পৌরসভার কাউন্সিলর পর্যন্ত। তিনি বলেন বিপ্লব মিত্র কলকাতায় চিকিৎসার জন্য রয়েছেন, ফিরলে আলোচনা হবে এইনিয়ে। গতকাল জেলা সভাপতি অর্পিতা ঘোষ এক সাংবাদিক সম্মেলনে জানান বিপ্লব বাবু কলকাতায় রয়েছেন, তিনি দলত্যাগ করবেন কিনা তা আমাদের জানার কথা নয়, তিনি জেলায় এলে আমরা তার সঙ্গে যোগাযোগ করবো। পাশাপাশি গঙ্গারামপুর বিধায়ক গৌতম দাস প্রসঙ্গে জেলা সভাপতি জানান তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো তিনি অামাদের কিছু জানাননি, বাকিটা তার ব্যক্তিগত বিষয় তিনি কি করবেন।