কৃষক আদিবাসী পরিবারের দুঃস্থ মেধাবী ছাত্র উচ্চ মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়ে নজর কাড়লো রাজুয়ায়
২৯শে মে বালুরঘাটঃ কৃষক আদিবাসী পরিবারের দুঃস্থ মেধাবী ছাত্র উত্তম মার্ডি, রাজুয়া হাইস্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়ে নজির সৃষ্টি কারলো রাজুয়ায়। এবারে উচ্চ মাধ্যমিকে উত্তম ৪৬১ নম্বর পেয়ে সারা ফেলে দিলো রাজুয়ার এই আদিবাসি গ্রামে। বরাবরে মেধাবী এই ছাত্র মাধ্যমিকেও ভালো রেজাল্ট করে নজর কেরেছিলো সবার। রাজুয়া হাইস্কুল থেকে ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন ও দর্শণ নিয়ে উচ্চ মাধ্যমিক পরিক্ষা দেয় উত্তম। ইংরেজী ও ভূগোলের জন্য দুইটি গৃহ শিক্ষক নিয়ে এবার সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। প্রায় ৯৩ শতাংশ নম্বর মেলায় খুসির হাওয়া তৈরি হয় এলাকায়। উত্তম চাই সে ভূগোল নিয়ে পড়াশুনা করবে। কিন্তু দারিদ্র এই পরিবারে নুন আনতে পান্তা ফুরানো অবস্থায় এই উচ্চ শিক্ষার ব্যায় বহন করা সত্যিই অসাধ্য সাধন। পিতা চরণ মার্ডি আমাদের জানান উত্তম বরাবরের ভালো ছাত্র, সে এক ছেলে ও দুই মেয়ের মোট পাঁচ জনের সংসারে বহু কষ্ট করে পড়াশুনা করিয়েছেন উত্তমকে। উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ শিক্ষায় ছেলের ইচ্ছা মতো পড়ানোর তো সাধ তার আছে কিন্তু সাধ্য কতটা সেটা নিয়েই দুঃখ প্রকাশ করলেন চরণ মার্ডি। তিনি তার উচ্চ শিক্ষার জন্য কোন সহৃদয় ব্যক্তির সাহায্যের আবেদন করেন। মা জয়ন্তি হাঁসদা আমাদের জানান ছেলের পড়াশুনা বড় কষ্টের মধ্যে করাতে হয়েছে। সে চাই ছেলে কষ্ট করে হলেও পড়াশুনা শেষ করে চাকরি পেয়ে সংসারের হাল ফেরায়। উত্তমের পাশের বাড়ি মেয়ে কল্পনা কিস্কু বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জানান ছোট বেলা থেকেই খুব কষ্টে মানুষ উত্তম, তার পড়াশুনার জন্য অনেক সময় পাড়া প্রতিবেশী হিসাবে সাহায্য করেছেন। এবার সরকারি কোন সাহায্য করে দেওয়া যায় কিনা তা ক্ষতিয়ে দেখছেন তিনি।