দক্ষিন দিনাজপুর জেলা সভাপতির নতুন দ্বায়িত্ব নিয়েই জেলা যুব সভাপতির পদ পরিবর্তন, দলে ফিরলেন সোনা পাল
২৮শে মে, বালুরঘাটঃ দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির নতুন দ্বায়িত্ব অর্পিতা ঘোষ পেয়েই, জেলায় ফিরে প্রথমেই সড়ালেন বিপ্লব মিত্র ঘনিষ্ট উত্তম ঘোষকে জেলা যুব সভাপতির পদ থেকে, সেই খানে আনা হলো যুব কার্যকারী সভাপতি অম্বরিশ সরকারকে।এছাড়াও এইদিন তিনি দলে ফেরার কথা ঘোষনা করলেন দল থেকে বহিস্কৃত নেতা সোনা পালকে। মঙ্গলবার বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষনা করেন দক্ষিন দিনাজপুর জেলার নতুন সভাপতি অর্পিতা ঘোষ। এইদিন তার সঙ্গে ছিলেন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, সত্যেন্দ্র নাথ রায়, ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় সহ অন্যান্যরা। এইদিন নতুন জেলা সভাপতি অর্পিতা ঘোষ আমাদের জানান দলের বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখে হারের সব দিক পর্যালোচনা করতে এইদিন বিকালে জেলার সব ব্লক সভাপতি ও নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন। দলের পুরাতন নেতৃ্ত্ব্দের দলে ফেরানোর কথা যেমন শোনা যাচ্ছে তেমনি যেসব নেতৃ্ত্ব বসে আচ্ছে তাদের কেউ দলে জায়গা করে দেবার কথা জানান নতুন সভাপতি। পাশাপাশি তিনি এইদিন ধন্যবাদ জানান জেলা বাসিদের, তিনি বলেন জেলার প্রায় ৪ শতাংশ বেশী ভোটার তাকে ভোট দিয়েছে, এবং গত বারের থেকে প্রায় এক লক্ষ বেশী ভোট জেলার মানুষ তৃণমূল কংগ্রেকে দিয়েছে। তাই এ থেকে বোঝা যাচ্ছে জেলার মানুষ তৃণমূল কংগ্রেসে ভরসা রাখছে। আর আগামীতে দল জেলার মানুষের পাশে থাকবে এবং সব ধরনের সাহায্য করবে বলে জানান।