গঙ্গারামপুরে ট্রেনে কাটা পরে মৃত্যু হলো এক বৃ্দ্ধার
২৭শে মে, গঙ্গারামপুরঃ সোমবার বিকালে হাওড়া থেকে বালুরঘাট গামী হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে কাঁটা পরে মৃত্যু হলো এক বৃ্দ্ধার, বয়স ৬০ বছর। বাড়ী গঙ্গারামপুরের কামারপুকুরে। এইদিন বিকালে রেল লাইন পারাপার করবার সময়, হাওড়া থেকে বালুরঘাট গামী হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের সামনে পরে যায় এই বৃ্দ্ধা, তার নাম ও পরিচয় এখনো জানাযায়নি। ঘটনার পরে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে রেল পুলিশ। রেল পুলিশ সুত্রে জানাযায় বৃ্দ্ধার দেহ লাইন থেকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া যায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। তবে এলাকার পুলিশ পৌছালে স্বাভাবিক হয় পরিস্থিতি।