দক্ষিন দিনাজপুর জেলার তৃণমূলের নতুন সভাপতি হলেন অর্পিতা ঘোষ
২৫শে মে, কলকাতাঃ শনিবার বিকাল ৪টায় কলকাতার কালিঘাটে তৃণমূল কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে রাজ্যে দলের পরাজয় নিয়ে পর্যালচনা করতে বৈঠক করেন দলের ৪২ জন প্রার্থী ও সব জেলার জেলা সভাপতিদের নিয়ে। এই বৈঠকে তিনি দক্ষিন দিনাজপুর, মালদা জেলার জেলা সভাপতি পরিবর্তন করেন, যেখানে দক্ষিন দিনাজপুর জেলার জেলা সভাপতি বিপ্লব মিত্রকে পরিবর্তন করে নতুন জেলা সভাপতি হন অর্পিতা ঘোষ। এবং মালদা জেলার নতুন জেলা সভাপতি হন মৌসম বেনজির নুর। এই দুই জেলা সহ উত্তর দিনাজপুর জেলার দলের পর্যবেক্ষকের দ্বায়িত্ব পান শুভেন্দু অধিকারি। দলের নির্বাচনে হারের কারন দর্শীয়ে দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্রকে তার পদ থেকে সরানো হয়েছে বলে সুত্রের খবর। এইদিন দক্ষিন দিনাজপুর জেলার তিন বিধানসভা কেন্দ্র বালুরঘাট, গঙ্গা রাম পুর ও তপন কেন্দ্রে ব্যাপক ভরাডুবি বালুরঘাট কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো। বালুরঘাট কেন্দ্রে ৩৮ হাজারের বেশী, তপন কেন্দ্রে ২৩ হাজার ও গঙ্গারামপুর কেন্দ্রে ২২ হাজার ভোটে হারের মুখ দেখতে হয়েছিলো। দলের মধ্যে নির্বাচনের শুরুতেই প্রার্থী নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে জেলা সভাপতি বিপ্লব মিত্র বিদ্রোহ প্রকাশ করেন। যার পরেই জেলার রাজনীতিতে এক অন্য অধ্যয়ের সূচনা হয়। এবার ভোটের হার ও দলের মধ্যে ক্রমেই বেড়ে ওঠা অসন্তোষ এই হারের জন্য দায়ী বলে মনে করছে দলেরই একাংশ। আর তাই দক্ষিন দিনাজপুর জেলার নতুন দ্বায়িত্ব পান বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ।