জেলার দুই পৌরসভা তৃণমূল কংগ্রেসকে ২৯ হাজারের বেশী ভোটের হারের মুখ দেখালো

২৫শে মে, বালুরঘাটঃ দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবার ৩৩ হাজার ৫৫৫ ভোটে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। যেখানে এই কেন্দ্রের মধ্যে থাকা দুই পৌরসভা বালুরঘাট ও গঙ্গারামপুরে তৃণমূলের হার হয়েছে প্রায় ২৯ হাজা্রের বেশী ভোটের। যা এই হারের সংখ্যার একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত। গঙ্গারামপুর পৌরসভা প্রায় ১২ হাজার ও বালুরঘাট পৌরসভায় ১৭ হাজারের বেশী ভোটের হারের মুখ দেখতে হয়েছে এবার। এই দুই পৌরসভার ১৮ ও ২৫টি ওয়ার্ডে অধিকাংশতেই ব্যাপক হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে। যেখানে গঙ্গারামপুরের ৮ নম্বর ওয়ার্ডে মাত্র ২৩ ভোটে জয়ের মুখ দেখেছে তৃণমূল কংগ্রেস। আর ছয়টি ওয়ার্ডে হাজার ও তার একটু কম ভোটে হার হয়েছে শাসক দলের। সব থেকে বেশী ১৩ নম্বর ওয়ার্ডে ১৩৫৩ ভোটে হার হয়েছে তৃণমূলের। পাশাপাশি একি অবস্থা হয়েছে বালুরঘাট পৌ্রসভায়, এইখানে সব ওয়ার্ডেই হার হয়েছে শাসক দলের। যেখানে কেবল মাত্র ১২ নম্বর ওয়ার্ডে ১৫০ ভোটে হার সব থেকে কম। আর ১৫ নম্বর ওয়ার্ডে ১৪০৪ ভোটে হার হয়েছে শাসক দলের। ৫টি ওয়ার্ডে এক হাজারে কাছাকাছি বা তা অতিক্রম করেছে। এই বিপুল হারের বিশ্লেষন করতে দলে বিশেষ গুরুত্ব দিতে চলেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দলের এই খারাপ অবস্থা নিয়ে তৃণমূল সুপ্রিমো নিজে দুঃখ প্রকাশ করেছেন বলে সুত্রের খবর। যেখানে তিনি বলেন এই দুই পৌরসভায় এতো অর্থ বরাদ্দ হয়েছে যা আগে কোন আমলে হয়নি। এতো উন্নয়ন একটা নজির বলা যেতে পারে, রাস্তা, আলো, সুন্দর্যায়ন থেকে সব কিছুতেই অর্থের কোন অভাব দেওয়া হয়নি। এই জেলায় একটা বিশ্ববিদ্যালয় থেকে বিমানবন্দর, তিনি রেলমন্ত্রী থাকা কালিন একাধিক রেল প্রকল্প এই জেলার জন্য বরাদ্দ করেছেন তিনি, তার পরেও এই হার সত্যিই একটা পর্যালোচনার সময় এসেছে বলে এইদিন তিনি আক্ষেপ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *