হারের পর্যালোচনা করতে প্রার্থী ও জেলা সভাপতিদের কালিঘাটের বাড়িতে ডেকে পাঠালেন তৃণমূল সুপ্রিমো
২৩শে মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ শনিবার হারের পর্যালোচনা করতে সব পরাজিত ও বিজয়ী প্রার্থী ও জেলা সভাপতিদের কালিঘাটের বাড়িতে ডেকে পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। এইদিন ভোটের হার নিয়ে এলাকা ভিত্তিক বিভিন্ন বিষয় তুলে ধরে প্রার্থী ও জেলা সভাপতিদের নিয়ে চুল চেরা বিশ্লেষন করবেন তৃণমূল সুপ্রিমো। কি ভাবে এবার রাজ্যে এই ধরনের একটা ফলাফলের মুখ দেখতে হয়েছে, তার কারন দর্শাতে ডাকা হয়েছে জেলা সভাপতিদের। গতকাল বালুরঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষ ইতিমধ্যে জেলা সভাপতি বিপ্লব মিত্রকে ফোন করে তার ক্ষোভ উগরে দেওয়ায় শুধু নয়, একি সঙ্গে তিনি জেলা সভাপতির নিষ্কৃয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাজীব ব্যানার্জীর কাছে। গঙ্গারামপুর, তপন ও বালুরঘাট বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভরাডুবি নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। একা গঙ্গারামপুর পৌরসভা প্রায় ১২ হাজার ভোটের হারের মুখে ফেলেছে তৃণমূল প্রার্থীকে। পাশাপাশি তপন ও বালুরঘাট কেন্দ্রে একি ভাবে এই হারে হারের মুখ দেখতে হয়েছে দলকে। যা নিয়েও আগামীকালকে চুলচেরা বিশ্লেষন করা হবে বলে সুত্রের খবর।